সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুড়িগ্রামে সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. শাহাদুল ইসলাম (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৫ আগস্ট) সকালে ভূরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া গ্রামে এ ঘটনা ঘটে। মো. শাহাদুল ইসলাম উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকের ছড়া গ্রামের শহিদ মোড় এলাকার শামছুল হকের ছেলে।
পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, মো. শাহাদুল ইসলাম শনিবার সকালে ধানক্ষেতে পানি দেওয়ার জন্য সেচ পাম্পের সুইচ দেন। একাধিকবার চেষ্টা করেও বৈদ্যুতিক মোটরে সংযোগ না পাওয়ায় মেইন সুইচ বন্ধ না করেই সুইচ বোর্ড খুলেন। এতে অসাবধানতাবসত বিদ্যুতায়িত হয়ে সেচ পাম্পের পাশের পুকুরে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনো অভিযোগ পাওয়া না গেলে মরদেহ পরিবারকে দাফনের অনুমতি দেওয়া হবে।
জেবি