সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সুমাইয়া আক্তার শিমু (২০) নামের এক নারী নিহত হয়েছেন। আর এ ঘটনায় তার স্বামী প্রান্ত সরকার (২৫) গুরুতর আহত হয়েছেন। তারা মোটরসাইকেলযোগে ঝিনাইদহের নিজ বাড়িতে যাচ্ছিলেন।
শনিবার (২ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ের সলিলদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া আক্তার শিমুর বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার গাননি মাধবপুর গ্রামে। সে মৃত কামাল মুন্সীর কন্যা। আর আহত স্বামী প্রান্ত সরকার ঢাকা জেলার সহিদ নগর ভাটারা এলাকার আলাউদ্দিন সরকারের ছেলে।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক তমাল জানান, ভাঙ্গা উপজেলার সলিলদিয়া নামক স্থানে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই স্ত্রী সুমাইয়া আক্তার নিহত হন। আর গুরুতর আহত স্বামী প্রান্ত সরকারকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। আর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
অ