সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নাটোরে পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে পুলিশ লাইন্সের সামনে বিক্ষোভ করেছেন বাদ পড়া আবেদনকারীরা।
শনিবার (২ নভেম্বর) বিকেল ৫টার দিকে নাটোর পুলিশ লাইন্সের মূল গেটের সামনে বাদ পড়া অন্তত ৩০-৪০ জন আবেদনকারী বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। পরে পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন ছুটে গিয়ে নিয়োগে কোনো অনিয়ম হওয়ার সুযোগ নেই বলে আন্দোলনকারীদের আশ্বস্ত করে সরিয়ে দেন।
বাদ পড়া প্রার্থীদের কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, দালালের মাধ্যমে আর্থিক চুক্তিতে অযোগ্য ঘোষিত প্রার্থীদের ডেকে নিয়ে যোগ্য ঘোষণা করা হয়েছে। এর ফলে যোগ্য প্রার্থীরা বাদ পড়েছেন।
পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, শতভাগ স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ কার্যক্রম চলছে। আজকে (শনিবার) অকৃতকার্যদের একটি অংশ হঠাৎ করে বাইরে এসে চিল্লাচিল্লি শুরু করে। খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যাই। এখানে অযোগ্য ঘোষিত প্রার্থীদের ডেকে নেওয়া হয়নি।
তিনি আরও বলেন, নাটোরে পুলিশ কনস্টেবল পদে ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে, যেখানে আবেদন করেছেন ৪ হাজার ৪০৭ জন। শনিবার যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিন ছিল।
এ ব্যাপারে রাজশাহী রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আলমগীর রহমান সাংবাদিকদের বলেন, বিষয়টি জানার পরে নাটোরের পুলিশ সুপারের সঙ্গে কথা বলে খোঁজ খবর নিয়েছি। পুলিশ নিয়োগে কোনো অনিয়ম করার সুযোগ নেই। শতভাগ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে।
অ