সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মাদারীপুরে ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেডের পদমর্যাদা প্রদানসহ ৬ দফা দাবিতে টেকনোলজি ও ফার্মেসি শিক্ষার্থীরা মশাল মিছিল করেছেন।
শনিবার (২ নভেম্বর) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত আইএইচটির ক্যাম্পাসের ভেতরে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। এতে মশালসহ ব্যানার, পোস্টার ও ফেস্টুন হাতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেডের পদমর্যাদা প্রদান করে আনুপাতিক হারে পদ সৃজনপূর্বক দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিত হওয়া নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদ সৃষ্টিপূর্বক চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেপআপ ও নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করার দাবিও জানান শিক্ষার্থীরা।
এছাড়া মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে ও বি ফার্মসহ সকল অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপ চালুসহ প্রশিক্ষণ ভাতা চালুর দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন মাদারীপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থী আমির হামজা, মিরাজুল ইসলাম, সৌরভ রায়, পূর্ণ রায়, ফাহিম আলমসহ অনেকেই।
অ