সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বগুড়ায় এক মুদি ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে সোনাতলা উপজেলার দিঘদাইড় ইউনিয়নের সৈয়দ আহমেদ কলেজের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুলাল হোসেন (৩২) ওই এলাকার সাফাত আলীর ছেলে। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবু কুমার সাহা এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে তদন্তে জানা যায় এক গৃহবধূর সঙ্গে দুলালের বিবাহ বর্হিভূত সম্পর্ক ছিল। সেই বিবাহ বর্হিভূত সম্পর্কের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। সিসি টিভি ফুটেজ দেখে হত্যাকারী শনাক্ত করা হয়েছে। হত্যাকারীকে গ্রেপ্তার করতে পুলিশ মাঠে রয়েছে।
বাবু কুমার সাহা আরও বলেন, মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
এফএইচ