সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কক্সবাজারের টেকনাফে নাফ নদে মাছ শিকারে যাওয়া এক জেলের জালে পাওয়া গেছে একটি হ্যান্ড গ্রেনেড। শনিনার (৮ সেপ্টেম্বর) সকালে টেকনাফের সাবরাংয়ে নাফনদে স্থানীয় জেলে ওমর ফারুকের ঠেলা জালে মাছ শিকারের সময় একটি ব্যাগের ভেতর ওই গ্রেনেডটি পাওয়া যায়।
জেলে ওমর ফারুখ জানান, পরে সেটি বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। এটি মিয়ানমারের থেকে ভেসে আসতে পারে বলে ধারণা করেন তিনি।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, 'নাফনদীতে এক জেলে মাছ শিকারের সময় একটি ভাসমান অবস্থায় ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি খুলে প্রাইমিং করা একটি তাঁজা হ্যান্ড গ্রেনেড পাওয়া গেছে। গ্রেনেডটি সাবরাং বিওপির কাছে জমা দেওয়া হয়েছে।
পরবর্তীতে রামু সেনানিবাসে পাঠিয়ে গ্রেনেডটি ধ্বংস করা হবে বলেও জানান মহিউদ্দিন আহমেদ।
এফএইচ