সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
যাত্রীদের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ভোলায় ফ্রি বাস সার্ভিস চালু করেছে জেলা পুলিশ। শনিবার (১৫ জুন) দুপুর থেকে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান।
ঈদে আগে ঘরে ফেরা যাত্রীদের যাতায়াত এবং ঈদের পরে কর্মস্থলমুখী যাত্রীদের ভোলার ইলিশা ফেরীঘাট থেকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্নিনাল এবং সেখান থেকে পুনরায় ইলিশা ঘাট পর্যন্ত যাত্রীদের আনাত-নেয়া করবে বাসটি। যাত্রীদের আনা নেয়া এবং সড়কে শৃঙ্খলার দায়িত্ব পালন করছে পুলিশ।
এদিকে বাসটি চালু হওয়ায় ভোগান্তি ছাড়াই নিরাপদে গন্তব্য পৌছানো সহজ হয়েছে বলে মনে করছেন যাত্রীরা।
এরআগে ঈদুল ফিতরে এ সেবা চালু করেছিলো জেলা পুলিশ।
উল্লোখ্য, প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে ভোলার ইলিশা থেকে ঢাকা ও চট্রগ্রাম রুট ব্যবহার করে নৌপথে রাজধানী থেকে ফিরছেন হাজার হাজার যাত্রী। তাদের ইলিশা ঘটে এসে গণপরিবহনের জন্য অনেকটা দুর্ভোগে পড়তে হয়। সে ক্ষেত্রে ফ্রি বাসসার্ভিস যাত্রীদের জন্যে ঈদ যাত্রা সহজ করে দিয়েছে।
এমএ