সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাঙামাটি কাপ্তাই উপজেলার বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) কাপ্তাই রেঞ্জের শিল্প এলাকা থেকে উদ্ধারকৃত ১২টি পানকৌড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া ইকোপার্কে হস্তান্তর করেছে বনবিভাগ। শনিবার (১৫ জুন) সকালে পানকৌড়িগুলো কাপ্তাই রেঞ্জ অফিসারের উপস্থিতিতে রাঙ্গুনিয়া ইকোপার্কে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই রেঞ্জ অফিসার এএসএম মহিউদ্দিন চৌধুরী জানান, বন্যপ্রাণী সুরক্ষায় বনবিভাগ সর্বদা বদ্ধপরিকর। এরই প্রেক্ষিতে শুক্রবার (১৪ জুন) কাপ্তাই রেঞ্জ থেকে উদ্ধার হওয়া ১২টি পানকৌড়ি পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জাহিদুর রহমান মিয়ার নির্দেশনায় রাঙ্গুনিয়া ইকোপার্কে হস্তান্তর করা হয়। হস্তান্তরকালীন সময়ে কাপ্তাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি কবির হোসেনসহ রাঙ্গুনিয়া ইকোপার্কের কর্মকর্তা ও বনবিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএ