সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে গাইবান্ধার সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ চলছে। দুই উপজেলার ২৪১টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। এরমধ্যে সাদুল্লাপুর উপজেলায় রয়েছে ১০২টি ও সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চলসহ কেন্দ্র রয়েছে ১৩৯টি।
এই দুই উপজেলায় ভোটে লড়ছেন চেয়ারম্যান পদে ১৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জনসহ মোট ৪২ জন প্রার্থী।
এদিকে, সকাল থেকেই মেঘলা আকাশ। কোথাও কোথাও হালকা গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে। তবে বৃষ্টি উপেক্ষা করেই ভোট কেন্দ্র আসছেন ভোটাররা।
এবার দুই উপজেলায় মোট ৬ লাখ ৫৭ হাজার ৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে সাদুল্লাপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ৫৮ হাজার ৪৫৩ জন ও সুন্দরগঞ্জ উপজেলায় ভোটার রয়েছে ৩ লাখ ৯৮ হাজার ৫৭৯ জন।
এম