সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বরিশালের দুটি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল থেকে নগরীর নথুল্লাবাদস্থ জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ ২১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বরিশাল সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৫ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে বাকেরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৪ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদ থেকে একজন, বাকেরগঞ্জে চেয়ারম্যান পদে থেকে ২ জন এবং ভাইস চেয়ারম্যান পদে থেকে একজন মোট চারজন মনোনয়ন প্রত্যাহার করেন।
এতে বরিশাল সদর উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থীর মধ্যে আনারস, মোটরসাইকেল, ঘোড়া, দোয়াত কলম, কাপ-পিরিচ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এছাড়া বাকেরগঞ্জ উপজেলায় চারজন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
মঙ্গলবার সকাল ১১ টায় থেকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা।
এ বছরই প্রথম বরিশাল সদর ও বাকেরগঞ্জে অনলাইনে মনোনয়ন দাখিল করেন ২৬ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন ১২ জন। যাচাই বাছাইতে বাকেরগঞ্জ উপজেলার একজন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। আর চারজন তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন।
কাঙ্ক্ষিত প্রতীক বরাদ্দ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন প্রার্থীরা। তারা জয়ী হলে এলাকার উন্নয়ন করবেন বলে জানান।
এ বছর নির্বাচনে বরিশাল সদর উপজেলার ১০টি ইউনিয়নে মোট ভোটার ৪ লাখ ৬৮ হাজার ৫৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজার ৬৪৯ জন। আর নারী ভোটার ২ লাখ ৩২ হাজার ৯১১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।
অপরদিকে, বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মোট ভোটার ৩ লাখ ১ হাজার ২০২ জন। পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৯৭৫ জন, নারী ভোটার ১ লাখ ৪৮ হাজার ২২৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।
আগামী ৮ই মে বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জেবি