সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
টানা ৩০ ঘণ্টা ধর্মঘটের পর অবশেষে ধর্মঘট প্রত্যাহার করেছে ভোলা অ্যাম্বুলেন্স মালিক সমিতি। স্বাস্থ্য ও প্রশাসনের আশ্বাসে তারা এ ধর্মঘট প্রত্যাহার করে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর দুটায় অনির্দিষ্টকালের এ ধর্মঘট প্রত্যাহার করে। এরপর থেকে মুমূর্ষু রোগীদের পরিবহন শুরু করে অ্যাম্বুলেন্সগুলো।
এর আগে নিরাপদ পার্কিং ব্যবস্থার দাবিতে সোমবার (২২ এপ্রিল) সকাল ৮টা থেকে ধর্মঘটের ডাক দেয় অ্যাম্বুলেন্স মালিক সমিতি।
ভোলা অ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি মাহমুদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। প্রাথমিক পর্যায়ে আমাদের কিছু দাবি মেনে নিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার জেলা স্বাস্থ্যবিভাগ, জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বৈঠকে বসার পর ধর্মঘট প্রত্যাহার করা হয়।
জেবি