সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার ধুলন্ডি নামক স্থানে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
বরংগাইল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার ধুলন্ডি নামক স্থানে পাটুরিয়াগামী একটি ট্রাক মানিকগঞ্জগামী একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই আরোহীর মৃত্যু হয়।
ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
জেবি