সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ময়মনসিংহের গফরগাঁওয়ে পুকুরের পানি নিষ্কাশনের সময় বজ্রাঘাতে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) সকালে উপজেলার পাগলা থানা এলাকার লংগাইর ইউনিয়নের সতেরোবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে সোহেল মন্ডল (৪০) ও আকবর আলী মন্ডলের ছেলে রাজিব মন্ডল (৩৫)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।
লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃষ্টির পানিতে পুকুর তলিয়ে মাছ ভেসে যাচ্ছিল। তা দেখে সোহেল মন্ডল ও রাজিব মন্ডল পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে যান। এ সময় হঠাৎ বজ্রাঘাতে সোহেল ও রাজিব গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
জেবি