দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ময়মনসিংহের সদর উপজেলায় পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে অন্তত ২৩ লাখ টাকার কই, শিং ও মাগুর মাছ নিধনের ঘটনা ঘটেছে।
বুধবার (৪ অক্টোবর) রাতে উপজেলার চর ঈশ্বরদিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটনা।
ভুক্তভোগী মিন্টু সরকার একই গ্রামের আব্দুল জব্বার সরকারের ছেলে। তিনি ফিসারিজ ও মাছের খাদ্যের ব্যবসায়ী।
মিন্টু সরকার বলেন, এই পুকুরের আশপাশে আমার আরও বেশ কয়েকটি পুকুর রয়েছে। প্রতিদিন রাতে আমি নিজেও সঙ্গে একজনকে নিয়ে পুকুরগুলো দেখাশোনা করি। ঘটনার দিন রাতে পাশের গ্রাম আলালপুর গিয়েছিলাম। সেখান থেকে মধ্য রাতে ফিরে দেখতে পারি পুকুরে মাছ লাফালাফি করছে। তখনই বুজতে পারি, পুকুরে কিছু একটা হয়েছে। তখন পুকুরের আশপাশে ঘুরে গ্যাস ট্যাবলেটের খোলস দেখতে পারি। এ সময় তাড়াতাড়ি করে জেলেদের খবর দিয়ে এনে ৩০ মণ মাছ ধরে বাজারে পাঠাই। এসব করতে করতেই সকাল হয়ে যায় এবং সব মাছ মরে যায়।
তিনি আরও বলেন, এই মাছগুলোকে আট মাসে ১৬ লাখ টাকার খাবার খাওয়ানো হয়েছে। ১০ থেকে ১২ টি কই মাছের ওজন এক কেজি। পুকুরে প্রায় ৩৫০ মণ মাছ ছিল। এসব মাছের বিক্রয় মুল্য অন্তত ২২ থেকে ২৩ লাখ টাকা হবে।
কে বা কারা আমার এমন ক্ষতি করেছে তাতো নিজের চোখে দেখিনি। তবে, কারোর সঙ্গে যদি আমার শত্রুতা থেকেই থাকতো তাহলে আমাকে পিছন থেকে মেরে চলে যেত। মাছের সঙ্গেতো কোনো শত্রুতা ছিল না। তাহলে কেন আমার ২৩ লাখ টাকার মাছ মেরে আমাকে পথে বসিয়ে দিল।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ মেরে ফেলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেবি