সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মানিকগঞ্জের সাটুরিয়া হরগজ মোড় এলাকায় একটি তেলের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে সাটুরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মুজিবর রহমান বলেন, রাত ৮টার দিকে জ্বালানি তেল ব্যবসায়ী খোরশেদুল আলমের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। সাটুরিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে এখনও ফায়ার সার্ভিসের কাজ চলমান রয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো হতাহত নেই। তেলের গোডাউনে ২০-২৫টি তেলের ড্রাম ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এইউ