দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মানিকগঞ্জের সিংগাইরে উপজেলা আওয়ামী লীগের এক নেতার নির্বাচনকেন্দ্রীক ভাইরাল বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক এফ.এম ফজলুল হককে মুঠোফোনে হত্যার হুমকিদাতার গ্রেপ্তার ও শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ প্রেসক্লাবে মানিকগঞ্জ সম্পাদক পরিষদ এই প্রতিবাদ সভার আয়োজন করে।
প্রতিবাদ সভায় মানিকগঞ্জ প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। সাংবাদিক এফ.এম ফজলুল হক মানিকগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পৃথিবী প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক।
সভায় সম্পাদক পরিষদ মানিকগঞ্জের সভাপতি শহীদুল ইসলাম সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক পরিষদের কার্যকরী সদস্য গোলাম ছারোয়ার ছানু। সভায় মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সহ-সভাপতি কাবুল উদ্দিন খান, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি সাব্বিরুল ইসলাম, মতিউর রহমান, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, প্রথম আলোর প্রতিনিধি আব্দুল মোমিন, সম্পাদক পরিষদের কার্যকরী সদস্য আমিনুল হক আকবর, যুগ্ম সম্পাদক আকরাম হোসেন, প্রচার সম্পাদক এফ এম ফজলুল হক, দপ্তর সম্পাদক আকমল হোসেন বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যের মধ্যে সম্পাদক পরিষদের সহ-সভাপতি মাহবুবুল আলম জুয়েল, কোষাধ্যক্ষ আব্দুল আলীম, সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক রিপন মাহমুদ, কার্যকরী সদস্য আলো খান, কামরুদ্দিন রেজা, মাইটিভির আজিজুল হাকিম, কালবেলার সেলিম হোসেন, এশিয়ান টিভির রাশেদুর রহমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, সত্য একটি বিষয়কে নিয়ে সংবাদ প্রচার ও প্রকাশের জের ধরে একজন সম্পাদককে এমন হুমকি দেওয়ার বিষয়টি খুবই নিন্দাজনক। এই ঘটনা তদন্ত সাপেক্ষে এর যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন তারা।
উল্লেখ্য, গত বুধবার ভোরে অজ্ঞাতনামা একটি নাম্বার থেকে মুঠোফোনে পৃথিবী প্রতিদিন পত্রিকার সম্পাদক এফএম ফজলুল হককে মুঠোফোনে কল দিয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী ইস্কান্দার এর নির্বাচনকেন্দ্রীক ভাইরাল বক্তব্য নিয়ে সংবাদ প্রচার ও প্রকাশ করায় হুমকি প্রদান করা হয়। এ ঘটনায় ফজলুল হক সিংগাাইর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
জেবি