দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, এ নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন নিয়ে প্রতিযোগিতা রয়েছে। কোনো ষড়যন্ত্রই এ নির্বাচনে আঘাত করতে পারবে না। জনগণই মোকাবিলা করবে এবং জনগণই প্রতিরোধ করবে।
শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের পৌর উদ্যানে আওয়ামী লীগের জনসভার স্থান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ হরতাল-অবরোধ ভুলে গেছে। ২০১৪ এবং ২৩ সালের মধ্যে অনেক পার্থক্য। নির্বাচনের দিন তারা কোনো সন্ত্রাস করতে পারবে না। আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনের অনেক নির্দেশনা রয়েছে। সব মানুষের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মামুন অর রশিদ, টাঙ্গাইল-৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. কামরুল হাসান খান উপস্থিত ছিলেন।
জেবি