দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নারায়ণগঞ্জ-১ আসনের নৌকার প্রার্থী ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী নির্বাচনে তৃণমূল বিএনপিকে স্বাগত জানিয়ে বলেন, তারা একটি রাজনৈতিক দল। তৃনমুল বিএনপি মহাসচিব এখানে নির্বাচনে আসায় তাকে স্বাগত জানাই। তবে মানুষ উন্নয়ন দেখে ভোট দিবে।
তিনি বলেন, সারা রূপগঞ্জে অনেক উন্নয়ন হয়েছে। বিভিন্ন অলিগলিতে উন্নয়ন ছড়িয়ে পড়েছে। এমন কোনো এলাকা নেই যেখানে উন্নয়ন হয়নি। এখনও অনেকগুলো মেগাপ্রজেক্ট চলমান রয়েছে। এখানে উন্নয়নের কোনো কমতি নেই। নির্বাচনে কোনো সহিংসতার আশঙ্কা করছি না।
রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের ভুলতা ইউনিয়নে নির্বাচনি প্রচারের সময় তিনি এসব কথা বলেন।
গোলাম দস্তগীর বলেন, প্রচার প্রচারণায় অনেক সাড়া পাচ্ছি। সাধারণ জনগণ সঙ্গে রয়েছে। তিনি বলেন, রাজনীতিতে প্রচার-অপপ্রচার থাকে। এটা ধরে নিয়ে নির্বাচন করা যাবে না।
এ সময় তিনি জানান, আগামী ৪ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জে নির্বাচনি সভা করবেন।
এও