সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাজীপুরের শ্রীপুরে সাত দিনের মেয়ে শিশু রেখে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। একটি বেসরকারি ক্লিনিকে ডেঙ্গু শনাক্ত হওয়ার পর ময়মনসিংহের কমিউনিটি বেজড হাসপাতালে নেওয়ার পর বুধবার (৪ অক্টোবর) ৩টার দিকে তার মৃত্যু হয়।
নিহত গৃহবধূর নাম সুমা আক্তার (২৬) শ্রীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের বহেরার চালা গ্রামের আলামিনের স্ত্রী।
সুমার শ্বশুর রাশেদুল ইসলাম বলেন, গত বুধবার মাওনা চৌরাস্তা এলাকায়, মাওনা ল্যাব এইড হাসপাতলে গৃহবধূর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে নবজাতক মেয়ে শিশুর জন্ম হয়। এর দুই দিন পর তিনি সুস্থ হলে হাসপাতাল চিকিৎসক তাকে রিলিজ করে বাড়িতে পাঠিয়ে দেন। বাড়ি আসার একদিন পর থেকে সুমা জ্বরে আক্রান্ত হন। শরীরে বেশি জ্বর অনুভব হলে মাওনা ল্যাবএইড হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করার পর বুধবার সকালে তার ডেঙ্গু শনাক্ত হয়। পরে এখানকার চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহের কমিউনিটি বেজড হাসপাতালে ভর্তি করা হয়। বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়। সাত দিনের শিশু বর্তমানে সুস্থ রয়েছেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভসুন সাহা বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর খবর শুনেছি। তবে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এখন পর্যন্ত কোনো রোগী মারা যায়নি।
এইউ