সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শেরপুর সদর উপজেলার কামারের চর ইউনিয়নে গোয়ালপাড়ায় সেচপাম্প চালাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সাদা মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (৪ অক্টোবর) বুধবার সকাল দশটার দিকে নিজ সেচ পাম্প দিয়ে জমিতে পানি দেওয়ার সময় তার মৃত্যু হয়।
তিনি কামারের চর ইউনিয়নের গোয়ালপাড়া পয়েস্তিরচর গ্রামের বাহাদুর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে সাদা মিয়া তার বাড়ির পাশে ধান ক্ষেতে প্রতি দিনের মতো আজও সেচের পানি দিতে যায়। এ সময় মোটর চালিত বৈদ্যুতিক পাম্প চালু করতে সুইচ দিতে গেলে বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলেই সাদা মিয়ার মৃত্যু হয় ৷
স্থানীয় ইউপি সদস্য হারুন অর রশীদ এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। জমি চাষ ছাড়াও সে তার মোটরসাইকেল চালিয়ে সংসারের যাবতীয় খরচ বহন করতো। তার রেখে যাওয়া স্ত্রী ও ৪ ছেলে-মেয়েদের এখন সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিন।
জেবি