সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বরিশালের গৌরনদী উপজেলায় রাস্তা পারাপারের সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ফরিদ উদ্দিন (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার (২ অক্টোবর) দিনগত রাত ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদ মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকার মৃত সৈয়দ আলী খানের পুত্র ছেলে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তমাল সরকার বলেন, ইল্লা মা ফিলিং স্টেশনের সামনে থেকে রাস্তা পারাপারের সময় বাসের চাকায় পিষ্ট ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান। ঘাতক বাসটির বিষয়ে খোঁজ নিয়ে আটকের চেষ্টা চলছে।
জেবি