সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মানিকগঞ্জের সিংগাইরে নৌকাবাইচ দেখতে গিয়ে সিফাত (১৫) ও ওয়াসিম(১৭) নামে দুই বন্ধু লাশ হয়ে ফিরলেন বাড়িতে।
সোমবার (২ অক্টোবর) বিকেলে ঘটনার সত্যতা নিশ্চত করেছেন সিংগাইর ভারপ্রাপ্ত (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম।
নিহত সিফাত উপজেলার সায়েস্তা ইউনিয়নের শ্যামনগর এলাকারনু রুল ইসলামের ছেলে।
ওয়সিম একই ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার তোফাজ্জলের ছেলে। দুজনেই উপজেলার সাহরাইল উচ্চ বদ্যালয়ের ছাত্র।
স্থানীয়রা জানান, গত শনিবার (৩০ সেপ্টেম্বর) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার শেষ প্রান্ত ও ঢাকার নবাবগঞ্জ উপজেলা শেষ প্রান্তে অবস্থিত পাতিলঝাপ গ্রাম। এই গ্রাম দিয়ে বয়ে যাওয়া কালীগঙ্গা নদীতে নৌকাবাইচ দেখতে যান নিহত দুই যুবকসহ তাদের আরও ২০ থেকে ২৫ জন বন্ধুরা। এ সময় তারা ইঞ্জিনচালিত একটি নৌকা ভাড়া করে নৈাকাবাইচের আনন্দ উপভোগ করতে থাকেন। হঠাৎ করে আরেকটি নৌকার ধাক্কায় নিহতদের নৌকাটি ডুবে যায়। এ সময় সকলেই নদীর পারে আসতে পারলেও সিফাত ও ওয়াসিম নদীর পারে আসতে পারেন না। তারা দুই জন নিখোঁজ হয়।
সিংগাইর উপজেলার ফায়ার সার্ভিসের ইনচার্জ ইশতিয়াক আহামেদ বলেন, খবর পেয়ে আমাদের ডুবুরি দলের একটি টিম ঘটনাস্থলে যায়। নদীতে খোঁজে গতকাল রোববার সিফাতের মরাদেহ পানি থেকে উদ্ধার করে এবং আজ সোমবার ওয়াসিমের লাশ পানির ওউপরে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন বলে জানান।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেবি