সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নাটোরের লালপুরে বালু বোঝাই ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী হাফিজ উদ্দিন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে মোটরসাইকেল আরোহী আরও দুইজন।
সোমবার (২ অক্টোবর) সকালে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজ উদ্দিন উপজেলার চক বাদকয়া গ্রামের জব্বার হোসেনের ছেলে। আহতরা হলেন নবীনগর গ্রামের ইদ্রিস আলীর ছেলে জয় ও তিলকপুর গ্রামের রিন্টু আলীর ছেলে আকাশ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল হোসেন ও স্থানীয়রা জানান, লালপুর থেকে গোপালপুরগামী একটি বালু বোঝাই ট্রাক গৌরীপুর মোড় এলাকায় পৌঁছালে বিপরীতমুখি একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর জখম হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাফিজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। এ সময় আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে ঘটনার পর ট্রাকের চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। ট্রাকের চালকসহ ট্রাকটি আটকের চেষ্টা করছে পুলিশ।
এফএইচ