সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চল্লিশোর্ধ ইউপি সদস্য মা নাসিমা বেগম ও খালা হালিমা বেগমের সাথে এসএসসি পাশ করছেন নাটোরের নলডাঙ্গার সোহান আহম্মেদ। ছেলে, মা ও খালা একসাথে পাশ করায় খুশির জোয়ার বইছে তাদের পরিবারে।
সংসার সামলানো ও জনসেবার মত দায়িত্ব পালনের পাশাপাশি শেষ বয়সে এসে পড়ালেখায় আগ্রহ দেখিয়ে পরিক্ষায় ভালো ফল করায় এলাকায় প্রশংসায় ভাসছেন মেম্বর দুই বোন।
নাটোরের নলডাঙ্গার বিপ্রবেলঘরিয়া ইউপি সদস্য চার, পাঁচ, ছয় নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য নাসিমা বেগম এবং তার বড় বোন হালিমা বেগম ভর্তি হয়েছিলেন পুঠিয়ার, ওমরগাড়ির ফাজিল মাদ্রাসার ভোকেশনাল শাখায়। তাদের সহপাঠী হিসেবে পাশে পেয়েছিলেন নিজেদের ছেলে সোহান আহম্মেদকে।
নাটোর নলডাঙ্গায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে মির্জাপুর দিয়ারপাড়া এলাকার বাসিন্দা সোহান আহম্মেদ জিপিএ-৩ দশমিক ৯৬ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
তার মা নাসিমা বেগম জিপিএ-৩ দশমিক ৬৪ এবং খালা হালিমা বেগম ৩ দশমিক ৮৯ পেয়ে পাশ করছেন, পুঠিয়ার ওমরগাড়ি ফাজিল মাদ্রাস থেকে।
ছেলে, মা ও খালা একসাথে পাশ করায় খুশির জোয়ার বইছে তাদের পরিবারে।
এম