সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শেরপুরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির বর্ধিত ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা জাতীয় পার্টির আয়োজনে রঘুনাথ বাজারস্থ ইলিয়াস প্লাজার অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ ইলিয়াছ উদ্দিন।
পরিচিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির নেতা আব্দুল কাদের জিলানী।
জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আতর আলীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহ নেওয়াজ শাহীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সায়েদ খোকন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আলহাজ মোখলেসুর রহমান, সহ-সভাপতি আলহাজ অধ্যক্ষ শফিকুল ইসলাম ঠান্ডা, সহ-সভাপতি মো. ফয়েজ উদ্দিন, সহ-সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক খোকা, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. খোরশেদ আলম ফর্সা, জেলা সহ-সভাপতি ডা. মো. রফিকুল ইসলাম বেলাল, সহ-সভাপতি মো. নওয়াব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ছিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ।
জাপার মনোনয়ন প্রত্যাশী ইলিয়াছ উদ্দিন বলেন, আমি ৪০ বছর ধরে জাতীয় পার্টি করে আসছি। আমার জীবন যৌবন সবকিছু বিলিয়ে দিয়েছি এই জাতীয় পার্টির জন্য। বাকি সময়টুকু আমি আমার নেতাকর্মী নিয়ে জাতীয় পার্টির জন্য কাজ করে যাব। আশা রাখছি এবার আমি দ্বাদশ জাতীয় নির্বাচনে শেরপুর-১ আসনের মনোনয়ন পাব। সকলের দোয়া ও সহযোগিতা চাই।
জেবি