সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে নৌকা থেকে পড়ে যায় সাত বছরের এক শিশু। এ সময় নিজের সন্তানকে বাঁচাতে নদে লাফিয়ে পড়ে রিমি আঞ্জুমান (৩২) নামে এক নারী নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ রিমি আঞ্জুমান গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নাজমুল হাসান সবুজের স্ত্রী। রিমি তিন সন্তানের মা বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় গফরগাঁও পৌর শহরের সালটিয়া এলাকার আলতাফ গোলন্দাজ ব্রীজ এলাকায় এই ঘটনা ঘটে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ বলেন, নিখোঁজ রিমি আঞ্জুমান স্বামী ও তিন সন্তানকে নিয়ে গফরগাঁও উপজেলার পাঁচুয়া গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে পৌর শহরের সালটিয়ার ব্রহ্মপুত্র নদে জেগে উঠা চরে কাশফুল দেখতে যান। সেখান থেকে সন্ধ্যায় নৌকা যোগে ফেরার পথে রিমি আঞ্জুমানের সাত বছর বয়সী ছেলে নদীতে পড়ে যায়।
তিনি আরও বলেন, এসময় শিশুকে বাচাঁতে নৌকায় থাকা পুরুষরা পানিতে নামেন। তাদের সাথে রিমি আঞ্জুমান নিজেও ছেলেকে বাঁচাতে নদে লাফ দেন। অন্যান্যরা ওই শিশুকে খোঁজে পেলেও নিখোঁজ হন রিমি আঞ্জুমান। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে। সন্ধান না পেয়ে রাত ৮ টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগামীকাল সকালে আবারও উদ্ধার অভিযান শুরু হবে জানিয়ে উদ্ধার অভিযান স্থগিত করেন।
এফএইচ