সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত মাসুম মোল্যা (৩০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় খুলনার একটি ক্লিনিকে শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মারা গেছেন।
তিনি কালিয়া উপজেলার চন্দ্রপুর গ্রামের মহসিন মোল্যার ছেলে। এই হামলার ঘটনায় গত ২০ সেপ্টেম্বর কালিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কালিয়া উপজেলার চন্দ্রপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহসিন মোল্যার নেতৃত্বে মোল্যা গ্রুপ ও আতাউর মৃধার নেতৃত্বে মৃধা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে লড়াই চলে আসছিল। তারই জের ধরে গত ১৪ সেপ্টেম্বর বিকেলে মাসুম মাছের ঘের থেকে ফেরার পথে আতাউর মৃধার সমর্থকরা রাস্তায় ফেলে তাকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, মাসুমের ওপর হামলার ঘটনায় ইতোপূর্বেই তার ভাই বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলাটি এখন হত্যা মামলায় রুপান্তর করা হবে। পলাতক আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।
জেবি