সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী শহরতলীর রামপুর রাস্তায় সড়ক দুর্ঘটনায় মো. রাসেল (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল কুমিল্লার দেবিদ্বার উপজেলার সরকার বাড়ির মুজিবুর রহমান সরকারের ছেলে।
পুলিশ জানায়, কুমিল্লা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে শহরের রামপুর রাস্তার মাথায় সে দুর্ঘটনায় পড়ে। পথচারি মো. দেলোয়ার হোসেন তাকে আহত অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তার মৃতদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি দুর্ঘটনার কারণ জানাতে পারেননি।
আরএ