সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আক্কাস সিকদার (৪৫) নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। নিহত আক্কাস মিজমিজি তালতলা ক্লাব এলাকার মোতালেব মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
জানা যায়, ভোরে সবজি কেনার উদ্দেশে আক্কাস সিকদার ভ্যান নিয়ে বের হন। একদল ছিনতাইকারী তার পথ আটকে চাকু দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, নিহত ব্যক্তি সবজি কেনার জন্য যাত্রাবাড়ী উদ্দেশে যাচ্ছিলেন। হঠাৎ একদল ছিনতাইকারী এসে তাকে ছুরিকাঘাত করে দ্রুত স্থান ত্যাগ করে। ঘটনার অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা সেখানে যাই। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি।
জেবি