দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফরিদপুরের সদরপুরে জমিতে কাজ করার সময় সাপের কামড়ে রফিক খন্দকার (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রফিক খন্দকার উপজেলার ভাষাণচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামের মানিক খন্দকারের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, রফিক খন্দকার মঙ্গলবার বিকেল ৩টার দিকে জমিতে কাজ করার সময় সাপের কামড়ে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার কালীবাড়ি গ্রামের এক ওঝা দিয়ে বিষ নামানোর চেষ্টা করে। ওঝা বিষ নামাতে ব্যর্থ হলে স্বজনরা তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
ভাষাণচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম কাউছার বিষয়টি নিশ্চিত করে বলেন, সাপের কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রফিক খন্দকার মারা যান। তার ছেলে দেশেই এলে মরদেহ দাফন করা হবে।
জেবি