সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাইবান্ধার গোবিন্দগঞ্জে খেলার সময় ইমান আলী (৮) নামের এক শিশুর ছুরিকাঘাতে হোসেন আলী (৭) নামের আরেক শিশু নিহত হয়েছে।
সোমবার (২১ আগস্ট) দুপুরে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এর আগে শনিবার (১৯ আগস্ট) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশু হোসেন আলী উপজেলার শালমারা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের ময়নুল ইসলামের ছেলে। আর অভিযুক্ত ইমান আলী একই গ্রামের মোয়াজ্জেম উদ্দিন গোলজারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে হোসেন আলী ও ইমান আলী খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে দুজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় ইমান আলী তার হাতে থাকা একটি ছুরি হোসেন আলীকে লক্ষ্য করে নিক্ষেপ করে। পরে সেই ছুরি হোসেন আলীর বাম চোখে লাগে। আশপাশের লোকজন আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়ায় নেয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জেবি