সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজধানীর গুলশানে ৮ তলা ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির খবর জানাতে পারেনি ফায়ার সর্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টায় সাউথ অ্যাভিনিউ টাওয়ারের ৪র্থ তলার আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি সেখানে থাকা ফ্ল্যাটগুলো থেকে সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুইজন নারী ও পাঁচজন পুরুষ।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ভবনের বেজমেন্টের ইলেকট্রিক বোর্ড থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত দেড়টায় গুলশান-১ এর ৩ নম্বর রোডের ৫০ নম্বর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।