সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আষাঢ়ের শুরুতে না হলেও শেষের দিনগুলোতে বেশ বৃষ্টি হয়েছে। তবে গত দুদিন থেকে কমতে শুরু করেছে। বুধবার থেকে আগামী ৪-৫ দিন বৃষ্টি আরও কমতে পারে। এই সময় গরম কিছুটা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১৬ আগস্ট) আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, দেশের উপকূলীয় খুলনা ও চট্টগ্রাম এলাকায় আগামী কয়েকদিন কিছুটা বৃষ্টি থাকতে পারে। ২১ আগস্টের পর আবার বাড়তে পারে বৃষ্টি।
আজ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এফএইচ