সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই ছেড়ে নেইমার কেন সৌদি ক্লাবে যোগ দিলেন সেটি বোধহয় শনিবার রাতেই পরিষ্কার হয়ে গেছে। নেইমারকে যেভাবে বরণ করে নিলো আল হিলাল ক্লাব আরে সমর্থকেরা সেটি আরব্য রজনীর রূপ কথাকেও হার মানিয়ে দেয়।
আল হিলালের জার্সিতে মাঠে প্রবেশ করতে করতে নেইমার বলে ওঠেন, ‘সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ, এটি অবিশ্বাস্য।’
নেইমারের কাছে অবিশ্বাস্য লাগাটাই স্বাভাবিক। শুরুতেই চোখ-ধাঁধানো আলোর রশ্মি দিয়ে পুরো গ্যালারি ধাঁধিয়ে দেয় আল হিলাল। হাজারো দর্শক তখন প্রতীক্ষায় কখন দেখবেন নেইমারকে।
এরপর সব আলো একাই কেড়ে নিয়ে মাঠে প্রবেশ করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। হাত উঁচিয়ে নিজের আগমনী জানান দেন তিনি।
মঞ্চে প্রবেশ করতেই নেইমার হাত মিলিয়ে আল হিলালের ক্ষুদে ভক্তদের সঙ্গে। এরপর তো নেইমারের অবাক না হয়ে থাকার কোনও উপায় নেই। সৌদি আরবের আকাশ জুড়ে ফুটিয়ে তুলেছিল নেইমারের প্রতিকৃতি। যার কাছে হার মেনে যাচ্ছিলো পুরো সৌদির আকাশ। এরমধ্য দিয়ে নেইমার হয়ে গেলেন আল-হিলালের।
আগামী দুই মৌসুমের চুক্তিতে ৩২০ মিলিয়ন ইউরো অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকা পাবেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড প্রতি বছর ১৬০ মিলিয়ন ইউরো বা ১ হাজার ৮০০ কোটি টাকা পাবেন বলে তথ্য দিয়েছেন ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
এছাড়াও রয়েছে অ্যাড অন ও বাণিজ্যিক চুক্তি। যা থেকে নেইমার পাবেন আরও ১০০ মিলিয়ন ইউরো। এতে করে প্রতি সপ্তাহে নেইমার আয় করবেন ৩০ মিলিয়ন ইউরো বা ৩৬০ কোটি টাকা।
এমআর/