দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ব্রাজিল ফুটবলের জন্য দুঃসংবাদ। ২০২৪ সালে অনুষ্ঠিত হতে যাওয়া কোপা আমেরিকার ৪৮তম আসরে খেলা হচ্ছে না নেইমারের। চলতি বছরের অক্টোবরে হাঁটুতে গুরুতর চোট পাওয়ায় নেইমার কোপা আমেরিকা খেলতে পারবেন না বলে জানিয়েছেন ব্রাজিলিয়ান দলের ডাক্তার রদ্রিগো লাসমার।
সৌদি ক্লাব আল হিলালের তারকা ফরোয়ার্ড গত অক্টোবরের ১৭ তারিখে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলার সময় বাম হাঁটুতে চোট পান। জানা যায় তার লিগামেন্ট বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মিনিস্কাস ছিড়ে গেছে।
ব্রাজিলের গণমাধ্যম রেডে ৯৮-কে লাসমার বলেছেন, ‘এটি (ফেরার বিষয়ে) খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দ্রুত সেরে ওঠার প্রক্রিয়াগুলো এড়িয়ে যাওয়া উচিৎ এবং অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়ার কোনো মানে নেই। আমাদের প্রত্যাশা আগস্টে ইউরোপে ২০২৪ মৌসুমের শুরুতে ফিরে আসতে প্রস্তুত হবেন।’
তিনি আরও বলেন, ‘আমাদের ধৈর্য ধরতে হবে। নয় মাসের আগে ফিরে আসার কথা বলা ঠিক হবে না, হাঁটুর লিগামেন্ট সার্জারি সেরে ওঠার জন্য সময় নিতে হয়। যদি আমরা স্বাভাবিক পদক্ষেপগুলো অনুসরণ করি তাহলে তিনি ফিরে লম্বা সময় খেলে যেতে পারবেন।’
এমআর/