সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বার্তা সংস্থা রয়টার্সের দেওয়া ভিডিও ফুটেজে দেখা যায় গলায় যিশুর ক্রশসূচক হীরা খচিত চেন, সাদা ট্রাউজার্স ও টি-শার্ট পরা, কাঁধে ঝোলানো আল হিলালের স্কার্ফ পরে হেলে-দুলেই রিয়াদ এয়ারপোর্টের সদর দরজা পার করছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। এরপর তাকে জানানো হয় ফুলেল শুভেচ্ছা।
তার আগে যে উড়োজাহাজটিতে করে সৌদিতে এসেছেন নেইমার সেটি ছিল বিশ্বের অন্যতম বিলাসবহুল উড়োজাহাজ। উড়োজাহাজ ভিত্তিক ওয়েবসাইট অ্যারোফ্লাপ জানিয়েছে, বোয়িং ৭৪৭ মডেলের মধ্যে এটিই সবচেয়ে বিলাসবহুল।
এই উড়োজাহাজটির দাম প্রায় ২০ কোটি ১১ লাখ ৯৫ হাজার ডলার। যদিও এই দাম নিয়ে বিভিন্নরকমের মতভেদ রয়েছে। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা' দাবি করেছে এই উড়োজাহাজের দাম ৫০ কোটি ইউরোর কম হবে না।
এদিকে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, সেদেশের মুদ্রায় উড়োজাহাজটির দাম প্রায় ১ বিলিয়ন রিয়াল এবং ব্যক্তিগত উড়োজাহাজের মধ্যে এটি সবচেয়ে বড়। ২ তলার এই উড়োজাহাজে প্রায় ৪০০ যাত্রী বহন করতে পারে।
গ্লোবো জানিয়েছে এই উড়োজাহাজের প্রধান কক্ষটি ব্যবহার করেন সৌদি আরবের প্রিন্স। প্রধান কক্ষটিকে বলা হয় ‘বসেস রুম’। এই কক্ষেই তিনি বৈঠক করেন। অত্যাধুনিক সব সুবিধা তো রয়েছেই, এমন কী এই উড়োজাহাজের ভেতরে রয়েছে একটি বড় বৈঠক কক্ষ। এমন কী এই বৈঠক কক্ষটিকে ডাইনিং রুমেও পরিণত করা যায়।
এ তো গেল সৌদি পর্যন্ত আসার পথে নেইমারকে দেওয়া আল হিলালের আতিথেয়তা। ক্লাবে যোগ দেওয়ার পর নেইমার পাচ্ছেন বিলাসী জীবন। দুই মৌসুমের চুক্তিতে ৩২০ মিলিয়ন ইউরো অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকা পাবেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড প্রতি বছর ১৬০ মিলিয়ন ইউরো বা ১ হাজার ৮০০ কোটি টাকা পাবেন বলে তথ্য দিয়েছেন ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
এছাড়াও রয়েছে অ্যাড অন ও বাণিজ্যিক চুক্তি। যা থেকে নেইমার পাবেন আরও ১০০ মিলিয়ন ইউরো। এতে করে প্রতি সপ্তাহে নেইমার আয় করবেন ৩০ মিলিয়ন ইউরো বা ৩৬০ কোটি টাকা।
বিলাসী জীবনযাপনের জন্য ক্লাবের পক্ষ থেকে দেওয়া হচ্ছে ২৫ রুমের একটি ভিলা। রয়েছে নয়টি গাড়ি সহ হাজার হাজার কোটি টাকার হাতছানি। বিলাসী নেইমারের জন্য যা এড়িয়ে যাওয়া কঠিনই ছিল।
নেইমারের বিলাসিতার সুযোগটাই মূলত কাজে লাগিয়ে তাকে বাগীয়ে এনেছে সৌদি আল-হিলাল। তার ২৫ রুমের বাড়িটিতে থাকবে সুইমিং পুল ও বডি রিকভারির জন্য বিশেষ একটি রুম। ঘরের কাজের জন্য থাকবেন আটজন কর্মী।
বাড়ি-গাড়ি আর আয়েশি জীবনে যাতে কোনও কমতি না হয় সেজন্য ভ্রমণ, রেস্টুরেন্ট, হোটেলের যাবতীয় সব খরচ বহন করবে আল-হিলাল।
এমআর/