সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ক্রিশ্চিয়ানো রোনালদোকে দিয়ে শুরু, এরপর অনেক তারকা ইউরোপের শীর্ষ ক্লাবগুলো ছেড়ে পাড়ি জমিয়েছেন সৌদি আরবের ক্লাবগুলোতে। রোনালদো যখন ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল-নাসরে যোগ দিলেন, তখন তাকে অনেকে ‘পাগল’ বলে আখ্যায়িত করলেও তার হাত ধরে সৌদি লিগে কতটা পরিবর্তন এসেছে সেটি আর বলার অপেক্ষা রাখে না।
সম্প্রতি ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ব্রাজিলিয়ান তারকা নেইমার যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল-হিলালে। শুরুর দিকে অনেকে গুঞ্জন ভাবলেও মঙ্গলবার রাতে সৌদি প্রো লিগের দল আল-হিলাল টুইটারে নিশ্চিত করে নেইমারের যোগ দেওয়ার বিষয়টি।
সৌদি ক্লাব আল-হিলালে যোগ দিয়ে নেইমার বেশ উচ্ছ্বসিত। ৯০ মিলিয়ন ইউরোর বিনিময়ে আল-হিলালের সঙ্গে চুক্তি করেছেন দুই বছরের। এর বাইরেও রয়েছে নানা সুবিধা।
ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলার আল হিলালে যোগ দেওয়ার পর বুধবার সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতকারে অকপটে স্বীকার করলেন, রোনালদোকে অনেকে পাগল বললেও সেই রোনালদোর হাত ধরে কতটা উন্নত হয়েছে সৌদির এই লিগ।
রোনালদোকে নিয়ে নেইমার বলেন, ‘আমি বিশ্বাস করি প্রতিযোগিতাটাই গুরুত্বপূর্ণ। তাই এই লিগে যোগ দিয়েছি। স্পষ্টতই এটি একটি নতুন চ্যালেঞ্জ। আমি বিশ্বাস করি ক্রিশ্চিয়ানো রোনালদো এই সব শুরু করেছিলেন এবং সবাই তাকে ‘পাগল’ বলে ডাকে, এবং সে সত্যিই পাগল। আজকে দেখছেন এই লিগ কোথায় গিয়ে দাঁড়িয়েছে!’
শুধু রোনালদো নন, এই লিগে যোগ দিয়েছেন বেনজেমা, ফিরমিনোর, সাদিও মানের মতো বিশ্বসেরা ফুটবলাররা। আবারও তাদের মুখোমুখি হওয়াটা বিস্ময়কর লাগছে নেইমারের কাছে।
‘অন্যান্য দলের সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলার জন্য আমি রোমাঞ্চিত। এটি আপনাকে আরও ভাল খেলতে অনুপ্রাণিত করে। আর এটা এটাই স্বাভাবিক, আপনি যখন রোনালদো, বেনজেমা, ফিরমিনোর মুখোমুখি হবেন তখন উত্তেজনা আরও বেড়ে যায়। আর তাই এই লিগে যোগ দিতে পেরে আমি খুবই খুশি। আবারও তাদের মুখোমুখি হব যা আমার কাছে বিস্ময়কর লাগছে। এটা হবে দুর্দান্ত।’
সাক্ষাতকারের শুরুতেই নেইমার বলেছেন, ‘চলো শুরু করি।’ প্রায় চার মিনিটের সাক্ষাতকারে চেষ্টা করেছেন আল-হিলালে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা।
আল-হিলালে যোগ দিতে পেরে বেশ খুশি তিনি। দলের হয়ে মাঠে নামার জন্য উন্মুখ হয়ে আছেন এই ব্রাজিলিয়ান তারকা। ‘আমি অনেক রোমাঞ্চিত, একটি নতুন লিগে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত। এটি নতুন অভিজ্ঞতা, একটি নতুন চ্যালেঞ্জ এবং অবশ্যই আমি ইতিহাস লিখতে যাচ্ছি।’
সৌদি আরবের প্রো লিগ নিয়ে নেইমার বলেছেন, ‘হ্যাঁ, অবশ্যই এই লিগ খুব প্রতিযোগিতামূলক হবে। বিশেষ করে এই মৌসুমে ট্রান্সফার উইন্ডোতে আরও তারকা ফুটবলাররা আসার পর। আমি আশা করি আমাদের ক্লাব দুর্দান্ত একটি দল গড়বে এবং আমাদের লক্ষ্য অর্জন করবে।’
ক্লাবের প্রত্যাশা পূরণে উদগ্রীব হয়ে আছেন নেইমার এবং দলকে আরও বেশি শিরোপা জেতানোর প্রত্যাশা করেন তিনি। ‘ক্লাবের প্রত্যাশা পূরণ করে আরও বেশি করে শিরোপা জয়ের ব্যাপারে আমি উদগ্রীব হয়ে আছি।’
এমআর/