সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিশ্বকাপ খেলতে অবসর ভেঙে দলে ফিরতে যাচ্ছেন ইংল্যান্ডের অল-রাউন্ডার বেন স্টোকস। ২০১৯ বিশ্বকাপ জয়ের নায়ক স্টোকস দলে ফিরতে প্রস্তুত বলে জানিয়েছে ইংলিশ দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’।
শনিবার ইংল্যান্ড ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের হেডকোচ ম্যাথু মট জানান, অধিনায়ক জশ বাটলার স্টোকসকে দলে ফেরানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। তার একদিন পরেই খবর এলো অবসর ভেঙে ওয়ানডেতে ফিরছেন স্টোকস।
স্টোকস গত বছরের জুলাইয়ে ওডিআই ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন কিন্তু ইংল্যান্ড সবসময় আশা করেছিল যে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে তিনি ফিরবেন। স্টোকস ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে ইঙ্গিত দিয়েছেন যে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করতে প্রস্তুত এবং দলে ফেরার জন্য প্রস্তুত। মঙ্গলবার দল নির্বাচনে বৈঠকে বসবেন নির্বাচকরা।
গত বছরের জুলাইতে নেন স্টোকস আচমকা অবসর ঘোষণা করেন ওয়ানডে ক্রিকেট থেকে। নিজের ওপর চাপ কমাতেই টেস্ট আর টি-টোয়েন্টি খেলার কথা জানান তিনি। তবে গত বছরের শেষে শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার পর থেকে এই ফরম্যাটেও নেই তিনি।
ওয়ানডে আর টি-টোয়েন্টি না খেললেও টেস্ট ফরম্যাটে দাপিয়ে বেড়ানো স্টোকস কিছুদিন আগেই দারুণ পারফর্ম করেছেন অ্যাশেজ সিরিজে। জানান, অ্যাশেজ শেষে ৬ মাসের লম্বা ছুটিতে যাওয়ার কথাও।
এদিকে টেলিগ্রাফ জানিয়েছে, বিশ্বকাপের পর বাম হাটুতে অস্ত্রোপচারের জন্য স্টোকস আসন্ন আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন। সেই সময়টায় হাটুর চিকিৎসা করাবেন। স্টোকসের সঙ্গে চেন্নাই সুপার কিংসের সাথে বছরে ১.৬ মিলিয়ন ইউরোর চুক্তি রয়েছে।
এমআর/