সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শেষ পর্যন্ত ছুরি-কাঁচির নিচে যেতে হলো ইংলিশ অল-রাউন্ডার বেন স্টোকসকে। বাম পায়ের হাঁটুতে অস্ত্রোপচার সম্পন্ন হলো তার। দীর্ঘদিন ধরেই এই চোটের জন্য ভুগছিলেন তিনি। বিশ্বকাপেও শুরুর দিকে খেলতে পারেননি ব্যথা থাকায়।
স্টোকস আগেই জানিয়েছিলেন বিশ্বকাপের পর হাঁটুতে অস্ত্রোপচারের করাবেন। অবশেষে সেটাই করলেন। এবার রিহ্যাব শুরু করবেন তিনি। এরপর ঠিক কতদিন লাগবে মাঠে ফিরতে সেটি এখনও জানানো হয়নি।
তবে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে পারবেন বলে আশা করা হচ্ছে। যদিও সেটি নির্ভর করছে রিহ্যাব প্রক্রিয়ার ওপর।
চলতি বছরের শুরুতে বাঁ পায়ের হাঁটুতে চোট পান। যে কারণে আইপিএলে খেললেও বোলিং করেননি। গত জুলাই মাস থেকে বল করেননি। সেটা দেখা গিয়েছিল তার পারফরম্যান্সেও। এরপর বিশ্বকাপে ফেরেন অবসর ভেঙে। ফিরলেও তিনি জ্বলে উঠতে পারেননি।
চলতি বিশ্বকাপে বেন স্টোকস প্রতিটা ম্যাচ খেলেননি। শুরুর দিকে তিনি চোটের জন্য বাইরে ছিলেন। বিশ্বকাপে ৬টা ম্যাচ খেলে তিনি করেন ৩০৪ রান। ইংল্যান্ড দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে তিনি নিজের বিশ্বকাপ যাত্রা শেষ করেন। বিশ্বকাপ ধরে রাখতে না পারলেও শেষ স্থানে থাকা দলকে তিনি টেনে তুলে চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করান। বিশ্বকাপে স্টোকস না থাকলে থ্রি লায়ন্সদের এবার বেশ বেগ পেতে হত।
হাঁটুতে অস্ত্রোপচারের পর ছবি পোস্ট করে স্টোকস লেখেন, ‘ছুরি কাঁচির নিচে সমস্ত কাজ শেষ। এবার রিহ্যাব শুরু।’
চোট নিয়ে স্টোকস বিশ্বকাপে ইংল্যান্ডের শেষ ম্যাচের পর সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি ক্রিকেটের থেকে দূরে থেকে নিজেকে সময় দেব এবং কঠিন পরিশ্রম করব দ্রুত সুস্থ হতে। সামনে ক্রিসমাস এবং বেশকিছু উৎসব আসছে, আমার কাছে এখন প্রধান লক্ষ্য হচ্ছে হাঁটু ঠিক করা এবং ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলা।’
এমআর/এম