সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কদিন আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে নাম সরিয়ে নেন ইংল্যান্ডের অল-রাউন্ডার বেন স্টোকস। এবার সরে গেলেন জো রুট। আগামী আসরে রাজস্থান রয়ালসের এই তারকা ব্যাটারের না খেলার কথা জানিয়েছে দলটি।
এক বিবৃতিতে দলটিতে ক্রিকেট পরিচালক কুমার সাঙ্গাকারা বলেন, ‘খেলোয়াড় ধরে রাখার আলোচনা করার সময়ে জো (রুট) আগামী আইপিএলে না খেলার কথা জানিয়েছে। খুব অল্প সময়েই জো ফ্র্যাঞ্চাইজি ও খেলোয়াড়দের কাছে আপন হয়ে উঠেছিল। তাকে আমরা মিস করব। তার সিদ্ধান্তকে সম্মান জানাই।’
গত আইপিএলে মাত্র ১ কোটি রুপিতে রুটকে দলে নেয় রাজস্থান। ওই আসর দিয়েই আইপিএলে অভিষেক হয়েছিল রুটের। সুযোগ হয়েছিল একটা ম্যাচ খেলার। বেঙ্গালুরুর বিপক্ষে ওই ম্যাচে করেন ১০ রান। তবে এক আসর না খেলতেই সরিয়ে নিলেন নিজেকে।
এদিকে সরে যাওয়া বেন স্টোকস গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন মাত্র ২টি ম্যাচ। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে স্টোকস টেস্ট সিরিজে খেললেও রুট খেলবেন না।
আগামী ২৫ জানুয়ারি হায়দরাবাদে ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ইংল্যান্ডের। সেই টেস্ট দিয়েই এই দুই ইংলিশ ক্রিকেটার মাঠে ফিরতে পারেন।
এমআর/