সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গত কদিন ধরেই গুঞ্জন, সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিচ্ছেন নেইমার জুনিয়র। শেষ পর্যন্ত সেটিই সত্যি হতে যাচ্ছে। সৌদি আরবের প্রো লিগ আল হিলালের সঙ্গে দুই বছরের চুক্তি করতে যাচ্ছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড। এমন তথ্য দিয়েছে ফ্রান্সের সংবাদ মাধ্যম লেকিপে।
ফরাসি সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, নেইমারকে দুই বছরের জন্য ১৬০ মিলিয়ন ইউরো দেওয়া হবে বেতন বাবদ। যদিও নেইমারকে বিক্রি করে পিএসজি কত পাবে সেটি জানায়নি এলকুইপে।
নেইমার পিএসজি ছেড়ে আবারও ফিরতে চেয়েছিলেন বার্সেলোনাতে। তাকে নিতে আগ্রহী ছিল কাতালান ক্লাবটিও। তবে বার্সার বর্তমান আর্থিক অবস্থা এতটা ভালো নেই যে নেইমারকে নেওয়া সম্ভব। তাই তো সৌদি লিগকেই বেছে নিচ্ছেন নেইমার।
ফুটবলের দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো টুইট করেছেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে আল হিলালের সঙ্গে চুক্তি সম্পন্ন করবেন নেইমার। তার আগে কিছু শর্ত পরিষ্কার হওয়া ও প্রস্তুত করা কাগজপত্র যাচাই করা চলছে।
নেইমার পিএসজি ছাড়বেন এমন খবরের পর তাকে দলে নিতে আগ্রহ দেখায় মেজর লিগ ও সৌদি প্রো লিগের ক্লাব। পিএসজির এই দুই ক্লাবের প্রস্তাবে সাড়াও দিয়েছিল। এমন কী নেইমারকে নিতে আগ্রহ দেখায় চেলসি। কিন্তু সব পেছনে ফেলে আল হিলালের প্রস্তাবে সাড়া দিয়েছে প্যারিসের ক্লাবটি।
এমআর/