সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
লক্ষ্য ১৭৯ রানের। টি-টোয়েন্টিতে মোটেই সহজ নয়। কিন্তু এমন লক্ষ্যকে মামুলি বানিয়ে ছাড়লেন ভারতীয় দুই ওপেনার জসশ্বী জাসওয়েল আর শুভমান গিল। পাত্তাই পেলো না ওয়েস্ট ইন্ডিজ।
শনিবার (১২ আগস্ট) রাতে লডারহিলে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ক্যারিবীয়দের ৯ উইকেট আর ১৮ বল হাতে রেখে উড়িয়ে দিয়েছে ভারত। পাঁচ ম্যাচ সিরিজে ঘুরে দাঁড়িয়ে ফিরিয়েছে ২-২ সমতা।
টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৭৮ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপ ২৯ বলে ৪৫ করেন। তারপরও ১২৩ রানে ৭ উইকেট হারিয়ে বসেছিল ক্যারিবীয়রা। সেখান থেকে সিমরন হেটমায়ার ৩৯ বলে ৩ চার আর ৪ ছক্কায় খেলেন ৬১ রানের ঝোড়ো ইনিংস।
ভারতের অর্শদীপ সিং ৩৮ রান দিয়ে নেন ৩টি উইকেট।
জবাবে জাসওয়েল আর গিলের ১৬৫ রানের জুটিতে জয় পেতে একদমই কষ্ট হয়নি ভারতীয়দের। ৪৭ বলে ৩ চার আর ৫ ছক্কায় ৭৭ করে আউট হন গিল। তবে জাসওয়েল ৫১ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন। ম্যাচসেরাও হন তিনিই।
জেবি