সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি শেষ করে এখনও দেশে ফেরেননি মাসুদুর রহমান মুকুল। ইতোমধ্যে তিনি দেশ টিভিকে জানিয়েছেন, আগামীকাল দেশে ফিরবেন এবং এশিয়ান গেমসেও আম্পায়ার হিসেবে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
এশিয়ান গেমসের আগে আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপেও বাংলাদেশের একজন আম্পায়ারের থাকা নিশ্চিত। মুকুলের হাত ধরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের আম্পায়াদের দরজা খুলেছে।
মাঠের আম্পায়ার হিসেবে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সব মিলিয়ে ১০টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। গত পরশু অনুষ্ঠিত হওয়া ফাইনালেও ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেন ৪৮ বছর বয়সী মুকুল।
গত এশিয়া কাপে ভারত-পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ ছাড়াও ফাইনাল ম্যাচ পরিচালনা করেছিলেন মুকুল। আগামী ২৩ সেপ্টেম্বর হুয়াংজুতে শুরু হচ্ছে এশিয়ান গেমসের ১৯তম আসর। তবে ছেলেদের ক্রিকেটের ইভেন্ট শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর, শেষ হবে ৭ অক্টোবর।
২০১৬ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং করছেন মুকুল। প্রায় সাত বছরের ক্যারিয়ারে আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ৫৮টি ম্যাচে আম্পায়ারিং করেছেন, যার মধ্যে ৩৯ ম্যাচে অনফিল্ড আম্পায়ার ও টিভি আম্পায়ার ছিলেন ১৯ ম্যাচে। ৫৮ ম্যাচের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩২ ম্যাচ ও ওয়ানডেতে ২৬ ম্যাচে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা রয়েছে মুকুলের।
এমআর