সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সেমি-ফাইনালে ভারতের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ হয় গতকালই। আজ পাকিস্তানের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারনী অর্থা এশিয়ান গেমসের ব্রোঞ্জ জেতার মিশনে নামে বাংলাদেশ। হ্যাংঝুর জেইজাং ইউনিভার্সিটি অব টেকনোলোজি স্টেডিয়ামে সকাল থেকেই বাগড়া দেয় বৃষ্টি।
শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় ৫ ওভারে। এদিন টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগে ব্যাট করে পাকিস্তান সংগ্রহ করে ১ উইকেটে ৪৮ রান। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে বৃষ্টি আইনে ৬৫ রানের লক্ষ্য তাড়া করে ব্রোঞ্জ জিতে নেয় বাংলাদেশ।
শেষ ওভারের জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ২০ রান। সুফিয়ান মুকিমের করা শেষ ওভারের প্রথম বলেই ছক্কা মারেন ইয়াসির আলী রাব্বি। পরের বলে নেন ২ রান। তৃতীয় বলে আবারো ছক্কা, চতুর্থ বলে ডাবলস নেন ইয়াসির।
পঞ্চম বলে মারতে গিয়ে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন ইয়াসির। জয়ের অনেক কাছে গিয়েও স্বপ্ন ভঙ্গ উঁকি দিচ্ছিল। শেষ বলে জিততে লাগত বরাবর ৪ রান। সেই কঠিন কাজটা সহজ করে ফেলেন রাকিবুল হাসান। সুফিয়ানকে চার মেরে দেশকে ব্রোঞ্জ এনে দেন তিনি।
Pakistan returns without any medal in Cricket Ban defeated Pak with 4 needed in last ball #AsianGames2022 #PAKvBAN pic.twitter.com/9ZXgFw8C3H
— The Khel India (@TheKhelIndia) October 7, 2023এর আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার করেন ৪৭ রান রান। মিরাজ বাইগ করেন অপরাজিত ৩২* রান। খুশদিল শাহ ১৪ রান করে আউট হন পঞ্চম ওভারের চতুর্থ বলে রাকিবুল হাসানের বলে ক্যাচ দিয়ে।
জবাবে ব্যাট করতে নেমে ওপেনার জাকির হাসান ফিরেন রানের খাতা খোলার আগে। ওয়ানডাউনে ব্যাট করতে নেমে সাইফ হাসানও হতাশ করেন গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরে।
তবে আরেক ওপেনার আফিফ হোসেন ও চারে ব্যাট করতে নামা ইয়াসির আলী রান তুলতে থাকেন দ্রুত। আফিফ ১১ বলে ২০ রান করে ফিরলেও ইয়াসির দলকে জয়ের দ্বারপ্রান্তে দিয়ে ফিরেন ১৬ বলে ৩৪ রান করে। শেষটা করে আসেন রাকিবুল হাসান।
এমআর/