সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
এই ম্যাচটা হারলেই এশিয়ান গেমস থেকে বিদায় নিতে হতো বাংলাদেশ ক্রিকেট দলকে। ক্রিকেট ইভেন্টে সরাসরি কোয়ার্টার-ফাইনালের ম্যাচে সকালে মালয়েশিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ।
আগে ব্যাট করে বাংলাদেশ ১১৬ রান করে, বিপরীতে শেষ ওভারের নাটকীয়তায় ২ রানে হেরে যায় মালয়েশিয়া। এই ম্যাচ জয়ে সেমি-ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ।
শেষ ওভারে জয়ের জন্য মালয়েশিয়ার লাগত ৫ রান। অধিনায়ক সাইফ হাসান বল তুলে দেন আফিফ হোসেনের হাতে। স্ট্রাইকে থাকা ব্যাটার বিরন্দিপ সিং প্রথম তিন বলেই নিতে পারেননি কোনো রান।
চতুর্থ বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে বিরন্দিপ ক্যাচ দেন শাহাদাৎ হোসেনের হাতে। পঞ্চম বলে ১ রান নেন সায়াজরুল ইসলাম। শেষ বলে জিততে লাগে ৩ রান। তবে স্ট্রাইকে থাকা আনোয়ার রহমানকে থামতে হয় ১ রান নিয়ে।
তবে লক্ষ্য তাড়া করতে নেমে ৩৮ রানে ৪ উইকেট হারালেও বাংলাদেশি বোলারদের বেশ চাপে ফেলেন মালয়েশিয়ান ব্যাটার বিরন্দিপ সিং। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৩টি চার ও ৪টি ছক্কায় ৩৯ বলে খেলেন ৫২ রানের ইনিংস। এছাড়া সমান ১৪ করে রান করেন বিজয় উন্নি ও আইনুল হাফিজ।
বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট নেন রিপন মণ্ডল ও আফিফ। ১টি করে উইকেট নেন রাকিবুল হাসান ও রিশাদ হোসেন।
এর আগে সকালে হ্যাংঝুর ঝেজিয়াং ইউনিভার্সিটি অফ টেকনোলজি ক্রিকেট ফিল্ডে টস জিতে ব্যাট করতে নেমে মালয়েশিয়ান বোলারদের বোলারদের তোপের মুখে নির্দিষ্ট ২০ ওভারে ৫ উইকেটে ১১৬ রান করে বাংলাদেশ।
দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক সাইফ হাসান। এছাড়া ২৩ রান আসে আফিফের ব্যাটে, ২১ রান করেন শাহাদাৎ ও ১৪ রান করেন জাকের আলী।
আগামী ৬ অক্টোবর ফাইনালের টিকিট নিশ্চিতে ভারতের বিপক্ষে সকাল ৭টায় (বাংলাদেশ) মাঠে নামবে বাংলাদেশ।
এমআর/