সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। চোট কাটিয়ে অবশেষে প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরেছেন তিনি। মাঠে ফিরেই ব্রাজিলিয়ান তারকা গোল করেছেন।
বৃহস্পতিবার প্রাক মৌসুমের প্রীতি ম্যাচে জেওনবাকের বিপক্ষে খেলেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। প্রথম একাদশে থাকা নেইমার ম্যাচের ৪০ মিনিটের মাথায় গোল করে লিড এনে দেন দলকে। ওই লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে ফরাসি ক্লাবটি।
দীর্ঘ পাঁচ মাসের বিরতি দিয়ে ম্যাচ খেলতে নামেন নেইমার জুনিয়র। ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি গোড়ালির ইনজুরিতে পড়ে ছিটকে যেতে হয় এই ব্রাজিলিয়ান তারকাকে। এরপর সার্জারি করাতে হয়েছে তার পায়ে।
চলতি বছরের ফেব্রুয়ারির পর পিএসজির হয়ে কোনও ম্যাচ খেলতে পারেননি। প্রাক মৌসুমের শুরুর ম্যাচগুলোতেও খেলতে পারেননি। এবার লিগ শুরুর আগের ম্যাচে মাঠে নামলেন তিনি। তাই ১৩ আগস্ট লিগের প্রথম ম্যাচ থেকে খেলতে আর কোনও বাধা নেই তার।
존나잘해 미쳤어.... pic.twitter.com/Gm8jwdBdxn
— 채리 (@teamoneymaru) August 3, 2023এমআর/