দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
২০১৭ সালে বিয়ে করেন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। বিয়ের চার বছরের মাথায় ২০২১ সালে প্রথম কন্যাসন্তানের বাবা-মা হন এই তারকা জুটি।
বিষয়টি নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল, দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছেন বিরাট ও আনুশকা। সম্প্রতি তা নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও কোহলির ঘনিষ্ঠ বন্ধু এবি ডি ভিলিয়ার্স।
ভারতীয় তারকা বেশ কিছুদিন পারিবারিক কারণে খেলার বাইরে থাকার সুযোগে নানা জল্পনা ছড়িয়েছে। ডি ভিলিয়ার্স এর নিজের ইউটিউব চ্যানেলের লাইভে ভক্তরা প্রশ্ন তুললে ডি ভিলিয়ার্স বলেন, ‘আমি যতদূর জানি, ওদের পরিবারে সব ঠিক আছে। পরিবারের সঙ্গে একটু বেশি সময় কাটাচ্ছে কোহলি। সেই কারণেই প্রথম দুই টেস্টে (ইংল্যান্ডের বিপক্ষে) খেলছে না। আমি ওকে মাঠে দেখার জন্য মুখিয়ে আছি।’
ডি ভিলিয়ার্স আরও জানান, ‘আমি বিরাটের সঙ্গে কথা বলছিলাম। তখনই জানতে পারি। আনুশকা দ্বিতীয়বার মা হতে চলেছে। তাই এই সময় তার পাশে থাকা বিরাটের কর্তব্য। ক্রিকেটার হলেও পরিবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সবাই সেটাই করে। বিরাটও করছে। এর জন্য ওর ক্রিকেটের প্রতি ভালবাসা নিয়ে প্রশ্ন তোলার কোনো মানে নেই।’
আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার সুবাদে ডি ভিলিয়ার্স–কোহলি একে অপরের ঘনিষ্ঠ। সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে কোহলির সঙ্গে বার্তা আদান–প্রদান হয়েছে বলে জানিয়েছেন সাউথ আফ্রিকার সাবেক এই ক্রিকেট তারকা।
আরআই/এফএইচ