দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সোমবার জানা যায় চোটের কারণে এশিয়া কাপের দল থেকে ছিটকে পড়েছেন পেসার এবাদত হোসেন। যদিও মেডিকেল রিপোর্ট না পাওয়ার আগে সেটি নিশ্চিত করে বলতে পারেননি জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
আজ মঙ্গলবার বেলা ৩টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে, ১৭ সদস্যের দল থেকে বাদ দেওয়া হয়েছে এবাদত হোসেনকে। তার বদলি হিসেবে নেওয়া হয়েছে আরেক পেসার তানজিম হাসান সাকিবকে।
এবাদতের ইস্যুতে বিসিবির প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশীষ চৌধুরী বলেছেন, 'বিশ্বকাপের কথা বিবেচনা করে এবাদতকে পুরোপুরি ফিটনেসে ফিরিয়ে আনার জন্য এবং দ্রুত খেলায় ফিরে আসার জন্য বিসিবি সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। তার সুস্থতার জন্য প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হবে রয়েছে।'
এশিয়া কাপের জন্য বাংলাদেশ দলে এবাদতের বদলি হিসেবে নেওয়া পেসার তানজিম হাসান সাকিব এখনও আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেননি। ২০ বছর বয়সী এই তরুণ পেসার ৩৭টি লিস্ট 'এ' ম্যাচে ৫৭টি উইকেট নিয়েছেন।
সদ্য সমাপ্ত এসিসি ইমার্জিং এশিয়া কাপে সাকিব তিনটি ম্যাচে নয় উইকেট নিয়েছিলেন। এশিয়া কাপের দলে সাকিবের অন্তর্ভুক্তিতে স্কোয়াডে মোট পাঁচজন খেলোয়াড় ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। তারা হলেন তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, শামীম হোসেন এবং তানজিদ হাসান তামিম।
গত জুলাইতে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে বোলিং করার সময় উইকেটে পড়ে যান এবাদত। এরপর মাঠের বাইরে নিয়ে যাওয়া হলে আর ফিরে আসতে পারেননি ম্যাচে। পরে জানা যায় তার হাঁটুতে ‘এসিআই গ্রেড ওয়ান’ ইনজুরি।
এর জন্য যদি অস্ত্রোপচার করানো হয় সেক্ষেত্রে ৮ থেকে ৯ মাস মাঠের বাইরে থাকতে হবে দলের অন্যতম এই পেসারকে। সেটি হলে নিশ্চিত ভাবেই বিশ্বকাপ খেলা হবে না এবাদতের।
এ জন্য এশিয়া কাপের সময়টায় ঝুঁকি না নিয়ে বিশ্রামে থেকে বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করবেন এবাদত হোসেন। এমন কী এশিয়া কাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলা নিয়েও রয়েছে সংশয়।
এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদী, নাসুম আহমেদ, শামীম পাটোয়ারি, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।
এমআর/