দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চলতি বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের ঠিক আগমুহূর্তে চোটের কারণে বাদ পড়েন পেসার এবাদত হোসেন। এরপর জানা যায় ভারতে ওয়ানডে বিশ্বকাপও খেলতে পারবেন না তিনি। এবার জানা গেল, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হচ্ছে না তার।
তার আগে নতুন বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হয়তে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) যে খেলতে পারবেন না সেটি আগেই জানানো হয়েছিল।
আগামী বছর জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ। আজ (মঙ্গলবার) গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি জানিয়েছেন আগামী বছরের আগষ্টের দিকে মাঠের ক্রিকেটে ফিরতে পারেন এবাদত।
এবাদতকে নিয়ে নান্নু বলেন, ‘এবাদতের মনে হয় পরবর্তী মৌসুম থেকে শুরুর সম্ভাবনা আছে। আগষ্ট-সেপ্টেম্বরে আমাদের ঘরোয়া ক্রিকেট আছে সেটা নিয়ে হয়তো ফিরবে। আমাদের কাছে এমন একটা আপডেট আছে।’
এমআর/