সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
২০২০ সালে যুব বিশ্বকাপ জয়ের পর আরও একটা বড় অর্জন অনূর্ধ্ব-১৯ দলের। সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। অসাধারণ এই অর্জনের পর যুবাদের জন্য নানা আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ সোমবার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে রাব্বি-আরিফুলরা। বিমানবন্দরে তাদের জন্য সংবর্ধনার আয়োজন করেছে বিসিবি।
এ নিয়ে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কাউছার বলেন, বেশ কিছু আয়োজন থাকছে বিমানবন্দরে। আমরা তাদের জন্য সংবর্ধনার আয়োজন করেছি। এতে উপস্থিত থাকবেন বিসিবি পরিচালকরা। এরপর তাদের নিয়ে আসা হবে বিসিবিতে।
এছাড়া একটি রিসিপসন প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছে বোর্ড। এখন পর্যন্ত এটি চূড়ান্ত হয়নি। মঙ্গলবার সেটি হতে পারে বলে কাউছার জানিয়েছেন, আজকের আয়োজন বলতে তাদের বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হবে। আজ আর কিছু সম্ভব হচ্ছে না। বোর্ড থেকে আলাদা একটি রিসিপশন প্রোগ্রামের চিন্তা করা হচ্ছে আগামীকাল। সেটি আজ চূড়ান্ত হবে।
এমআর/